১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইলে শান্তি আসবে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি। তিনি গতকাল রবিবার বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান।
হুসাইন হাক্কানি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাডসন ইনস্টিটিউটের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার থেকে দেশগুলো পিছিয়ে পড়ছে। হাক্কানি তাঁর বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর তাঁদের সন্তানরা মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারেননি। শেখ হাসিনা এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি মা-বাবা, স্বজন হারানোর দুঃখ নিয়েই তাঁদের স্বপ্ন পূরণে কাজ করছেন।
উল্লেখ্য, রাষ্ট্রদূত হাক্কানি এর আগেও গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার পক্ষে মত দিয়েছেন।