kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণ-অনশন

নোয়াখালী প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, মন্দিরে ভাঙচুর, হত্যা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে নোয়াখালীতে গণ-অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচিতে বক্তব্য দেন সম্মিলিত সনাতনি পরিষদ বৃহত্তর নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, যুগ্ম আহ্বায়ক তপন মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর শীল, যুগ্ম সম্পাদক অজিত কুমার নাথ, সদস্যসচিব রসপ্রিয় দাস অধিকারী প্রমুখ।

বিজ্ঞাপনসাতদিনের সেরা