সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল সিলেট সেনানিবাসে এভিনিউ-১৭-এর মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন করেন। ছবি : আইএসপিআর
সিলেট সেনানিবাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই ভাস্কর্যের উদ্বোধন করেন।
আইএসপিআর জানায়, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এরিয়া সদর দপ্তর সিলেটের তত্ত্বাবধানে মুজিব চত্বরে স্থাপন করা ভাস্কর্যটির উচ্চতা ১৫ ফুট ও বেইসের উচ্চতা ছয় ফুট। দৃষ্টিনন্দন ভাস্কর্যটি সিলেট-তামাবিল বাইপাস সড়ক থেকে দেখা যায়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।