কেশবপুরে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘন করায় দুই মেম্বার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ওই দুজনকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়ন থেকে মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিতে আসার সময় পাঁচজনের অধিক মানুষের সমাবেশ ঘটানোর অপরাধে মেম্বার পদপ্রার্থী আজিজুর রহমান ও সাইফুল ইসলামকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন