নীলফামারীতে জঙ্গি সংগঠন জেএমবি সদস্যের বাড়ি থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। ছয় জঙ্গির নামে ও অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে গতকাল রবিবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন র্যাব-১৩ রংপুরের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের।
জেলা সদরের সোনারায় ইউনিয়নের পুঠিহারী মাঝাপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে পলাতক শরিফুল ইসলাম ওরফে শরীফকে (৩৪) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন শনিবার সকালে আটক ৫ জঙ্গি।
বিজ্ঞাপন