নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাজবাড়ী প্রতিনিধি
৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পরে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৌকার সমর্থকদের ওপর হামলা চালান ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকরা। এতে নৌকার অন্তত ১০ জন সমর্থক আহত হন। ভাঙচুর করা হয় চারটি মোটরসাইকেল।
বিজ্ঞাপন
রাজবাড়ীর পাংশার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা আবুর বাড়ির সামনে শনিবার রাতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুল আলীম মণ্ডলের কর্মীদের বিরুদ্ধে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।