১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রযাত্রা শুরু হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে সেনাবাহিনীরও সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। সেনাবাহিনীর ৫০ বছর পূর্তির বছরটি স্মরণীয় করে রাখতে গত শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী পরিষদের সদস্য এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানরা ভিডিও বার্তায় শুভেচ্ছা পাঠান।
বিজ্ঞাপন