গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ১৪ বছর বয়সী কিশোরী বধূ মারুফা আক্তারকে হত্যা করেছেন স্বামী মো. ইমন (২০)। উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে। হত্যার পর কিশোরীর পরিবারকে নিজেই ফোন করে বিষয়টি জানান ইমন।
মারুফা ওই গ্রামের মাসুদ রানার মেয়ে।
বিজ্ঞাপন
মারুফার মামা কামাল হোসেন জানান, মারুফাকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করেছিলেন ইমন। পরে ওই বিয়ে মেনে নিয়েছিলেন তাঁরা। শুক্রবার দুপুরে ইমন শ্বশুরবাড়িতে আসেন। রাতের কোনো এক সময় মারুফাকে হত্যা করে জানালা ভেঙে পালিয়ে যান ইমন।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম কালের কণ্ঠকে বলেন, ‘মারুফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ’