বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে নেসকোর উপসহকারী প্রকৌশলী ও কর্মচারীদের লাঞ্ছনার ঘটনায় শফিকুল ইসলাম স্বপনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২১ নভেম্বর দুপুরে সান্তাহার নেসকো বিভাগের উপসহকারী প্রকৌশলী আল মামুনের নেতৃত্বে কর্মচারীরা দমদমা গ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করতে যান। কাজ শেষে ফেরার পথে ওই গ্রামের লোকজন বিদ্যুৎ বিভাগের গাড়ির গতি রোধ করে চালক আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তা-কর্মচারীদের টানাহেঁচড়া করে নামিয়ে মারধর করে। ওই রাতেই সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী আতিকুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতপরিচয় সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
বিজ্ঞাপন