রাজধানীর ডেমরায় মামুন নামের এক যুবক স্ত্রীকে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন। নিহত নারীর নাম চাম্পা আক্তার (২২)। এ ঘটনায় চাম্পার বাবা হযরত সরদার মামুনের বিরুদ্ধে গতকাল শনিবার মামলা করেছেন। আসামি এখনো গ্রেপ্তার হননি।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার এসআই ইকবাল হোসেন জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ডেমরার পূর্ব বক্সনগর মাইনুদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন এই বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ সূত্র জানায়, মামুন নাটোরের সিংড়া থানার লাল বানু বেওয়ানা গ্রামের প্রয়াত নূর ইসলামের ছেলে।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘লাশ ফেলে পালানোর পর আমরা প্রথমে মৃতের পরিচয় পাচ্ছিলাম না। পরে মেয়েটির বাবার পরিচয় পেয়ে তাঁকে ফোন করে থানায় এনে সব কথা শুনি। ’