মুন্সীগঞ্জের চরমুক্তারপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই শিশুসন্তানের পর এবার তাদের বাবাও মারা গেলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মো. কাওসার (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজন। ওই হাসপাতালে চিকিৎসাধীন কাওসারের অগ্নিদগ্ধ স্ত্রী শান্তা বেগমের (২৮) অবস্থা এখনো আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
তাঁর শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গতকাল জানান, কাওসার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে (৬) ও মেয়ে (৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত বৃহস্পতিবার ভোরের দিকে চরমুক্তারপুর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে এক দম্পতি ও তাঁদের দুই শিশুসন্তান দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গতকাল বাবাসহ তিনজনের মৃত্যু হলো।