শেখ মনি
শেখ ফজলুল হক মনি স্বাধীনতার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা বাস্তবায়ন ও সুপ্রতিষ্ঠিত করেন। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এমনটাই বলেছেন বক্তারা। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ এ সভার আয়োজন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফাকে সুপ্রতিষ্ঠিত করেছেন শেখ মনি।
বিজ্ঞাপন
মতিয়া চৌধুরী বলেন, ‘মনি ভাইয়ের একটি সম্মোহনী গুণ ছিল। সেটা হলো, যদি কোনো শ্রোতা তার বক্তব্যে দ্বিমত পোষণ করতেন, সেই শ্রোতাকেও তাঁর বক্তব্য দ্বারা তাঁর দিকে টেনে নিতেন। এটা তিনি বঙ্গবন্ধুর কাছ থেকেই শিখেছিলেন। ’ আলোচনাসভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গতকাল সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ মনিসহ ১৫ই আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।