গোলাম হাসনায়েন
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ সদস্য ও ১৯৭২-এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী গোলাম হাসনায়েন (৮৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার পাবনা শহরের পৌর এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক ও পাবনা জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, হাসনায়েন বৃহত্তর পাবনার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন।
বিজ্ঞাপন
হাসনায়েনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।