রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মাঈনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর ঘটনায় অনাবিল পরিবহনের সুপারভাইজার গোলাম রাব্বী ওরফে বিন রহমান এবং হেলপার চান মিয়া আদালতে দায় স্বীকার করেছেন। গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত তাঁদের জবানবন্দি রেকর্ড করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক সেলিম রেজা কালের কণ্ঠকে বিষয়টি জানিয়েছেন। এদিন রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন