kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সংক্ষিপ্ত

হাসপাতালে আরো ৩২ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৩২ জন ভর্তি হয়েছে। ফলে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪-তে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে যে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে ২৫ জনই ঢাকায়।

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি মোট ২৯৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২১৬ জন ঢাকার ৪৬টি হাসপাতালে আছে। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন।সাতদিনের সেরা