কুমিল্লার চান্দিনায় ২০টি স্বর্ণের বারসহ মাহমুদুল হক (৪২) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রারিরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। উদ্ধারকৃত ২০টি স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। সেগুলো স্কচটেপে মুড়িয়ে বিশেষ কৌশলে জুতার ভেতরে করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন ওই চোরাকারবারি।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, চান্দিনা থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের গতিরোধ করার সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যান ওই চোরাকারবারি। পরে তাঁর দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে পুলিশ। চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘১০টি করে স্বর্ণের বার স্কচটেপে মুড়িয়ে বিশেষ কৌশলে জুতার ভেতরে করে নিয়ে যাচ্ছিলেন চোরাকারবারি।