সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া উসকানিমূলক স্ট্যাটাসকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় সদ্যঃসমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয় পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। গতকাল উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের দক্ষিণ পাইন্যাশিয়া এলাকায় এই সংঘর্ষ হয়। পরাজিত প্রার্থী নুরুল আমিন বলেন, ‘নির্বাচনের পর আমরা চুপচাপ ছিলাম।
বিজ্ঞাপন