kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

বেবিচকের নির্দেশনা

আফ্রিকা থেকে ফিরলে নিজ খরচে কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকভিডের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে আফ্রিকা মহাদেশের সাতটি দেশ থেকে আসা যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার। কোয়ারেন্টিনের খরচ তাঁদের নিজেদের বহন করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত বৃহস্পতিবার রাতে এক জরুরি নির্দেশনায় এই তথ্য জানায়। আজ শনিবার থেকে এই আদেশ কার্যকর হবে।

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টিন করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং দিতে হবে। এ ছাড়া যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষার ফলাফলসংক্রান্ত নেগেটিভ সনদ থাকতে হবে। তবে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

এতে আরো বলা হয়, আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় সপ্তম ও ১৪তম দিনে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে।সাতদিনের সেরা