kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

গণফোরামের সভাপতি মন্টু সম্পাদক সুব্রত

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগণফোরামের সভাপতি মন্টু সম্পাদক সুব্রত

মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে গণফোরাম। দুই অংশে বিভক্ত গণফোরামের এক অংশ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজন করে জাতীয় কাউন্সিলের। ওই কাউন্সিলে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আবু সাইয়িদ, দলীয় পতাকা উত্তোলন করেন মোস্তফা মোহসীন মন্টু। বিকেল ৩টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।

জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘আমি অসুস্থতার কারণে আপনাদের সামনে সশরীরে উপস্থিত হতে পারিনি।’সাতদিনের সেরা