kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

মসজিদে মুসল্লিদের সংঘর্ষ, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় গতকাল দুই দল মুসল্লির সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। পৌর এলাকার ভাদুঘরের একটি মসজিদে দরুদ শরিফ পাঠকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। তবে ওই ঘটনায় সন্ধ্যা নাগাদ থানায় কোনো অভিযোগ করা হয়নি। স্থানীয় সূত্র জানায়, ভাদুঘর খাদেমপাড়ার মসজিদে জুমার নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিল মুসল্লিরা। আজানের আগে দরুদ শরিফ এবং নামাজের পরে দোয়া হওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। সোহেল মিয়া, শরীফ মিয়া, ফারুক মিয়াসহ কয়েকজন মুসল্লি এমন ‘নিয়মে’ বাধা দিলে অন্যরা কারণ জানতে চায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ ইসলাম জানান, কিছু লোক নামাজের আগে দরুদ শরিফ এবং পরে দোয়া পড়ার বিষয়ে বাধা দেয়। এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হলেও বাধাদানকারীরা মানতে রাজি হয়নি।

 সাতদিনের সেরা