মধ্য আন্দামান সাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপটি এর মধ্যে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আরো ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা থাকলেও তা বাংলাদেশে আসার আশঙ্কা নেই।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ কালের কণ্ঠকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি আজ সকালেই নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি ঘূর্ণিঝড় আকারে ভারতের ওড়িশা উপকূলের দিকে যাবে। তবে স্থলভাগে এর বড় কোনো প্রভাবের আশঙ্কা আপাতত নেই। তবে আমাদের দেশে এর প্রভাবে শনিবার থেকে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আর এই বৃষ্টিপাত শেষে শীতও বাড়বে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথায়ও কোথায়ও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।