kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

‘বিজয় দিবসের অনুষ্ঠানে করোনা নেগেটিভ সনদ লাগবে’

নিজস্ব প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে করোনাভাইরাসের নেগেটিভ সনদ লাগবে। অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান সংক্রান্ত সভা শেষে তিনি গতকল বৃহস্পতিবার এ কথা জানান। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস।

বিজ্ঞাপন

আমাদের বিজয় দিবসের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। সে জন্য সারা বাংলাদেশের মানুষের একটি আগ্রহ রয়েছে। তারা সবাই উন্মুখ রয়েছে—এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। বাংলাদেশের যে যেখানে থাকে, তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।সাতদিনের সেরা