ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ।
ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবার সকালে মাদরাসার পঞ্চম তলার একটি ফাঁকা কক্ষে শিক্ষক রাকিবুল ইসলাম (২১) ধর্ষণের চেষ্টা চালান। পরে তাঁর স্ত্রী বিষয়টি তাঁকে জানান।
বিজ্ঞাপন
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মামলা হয়েছে। আটক শিক্ষক রাকিবুল কুমিল্লার মনোহরগঞ্জের ঠেংগারবাম গ্রামের আলী মিয়ার ছেলে।