অক্টোবর মাসের চেয়ে নভেম্বর মাসে দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা প্রায় দ্বিগুণ। অক্টোবর মাসে দেশে ৪১টি ধর্ষণের ঘটনা ঘটে। নভেম্বরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৫। বাংলাদেশ মহিলা পরিষদের জরিপে এই চিত্র উঠে এসেছে।
বিজ্ঞাপন
গতকাল এক বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য তুলে ধরা হয়। জরিপের দেখা গেছে, নভেম্বর মাসে দেশে ৩২৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে ৭৫টি। এর মধ্যে ৪০টিতে ধর্ষণের শিকার হয় কন্যাশিশু। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৯টি। ধর্ষণের পর হত্যা করা হয় একটি শিশুকে। আর আটজন কন্যাশিশুসহ ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। নভেম্বর মাসে ১১টি কন্যাশিশুসহ ১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। উত্ত্যক্ত করা হয়েছে দুই কন্যাশিশু ও এক নারীকে।