রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের সম্পদের তথ্য চেয়ে দেশের সব জেলার সাবরেজিস্ট্রি অফিস, ৫৬টি ব্যাংক ও সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানিয়ে বলেন, এর মধ্যে পীরের দরবার পরিদর্শন করেছে অনুসন্ধান দল। প্রয়োজন হলে তাঁকে দুদক কার্যালয়ে ডাকা হবে।
আদালতের নির্দেশনায় দুদক রাজারবাগ পীর সম্পর্কে অনুসন্ধান করছে।
বিজ্ঞাপন
গত ১৬ নভেম্বর আদালতের নির্দেশে রাজারবাগ পীর সম্পর্কে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেয় দুদক। তাঁর বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে ধোঁকা দিয়ে সাত হাজার একর জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক।