গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে রাস্তা থেকে অপহরণের পর তাঁর পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল একটি চক্র। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলো রিপন সরদার, আহমেদুল কবির খান কাজল, মোসলেম উদ্দিন বাপ্পি, মোহাম্মদ আসলাম ও রশিদ চাকলাদার।
বিজ্ঞাপন
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৫ নভেম্বর ওই ব্যবসায়ীকে অপহরণ করার পর অপহরণকারীরা তাঁর ছেলেকে বার্তা পাঠায়, ‘তোমার বাবা লুৎফর রহমানকে আমরা অভিযোগের প্রেক্ষিতে আটক করেছি। বর্তমানে তিনি আমাদের জিম্মায় ঢাকার মিন্টো রোডের ডিবি অফিসে আছেন। আমাদের টাকা দিলে তোমার বাবাকে ছেড়ে দেব। ’