নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেছেন, ‘এটি স্পষ্ট যে, সরকার এবার আইন করতে চায় না। আজ্ঞাবহ সার্চ কমিটি দিয়ে আজ্ঞাবহ নির্বাচন কমিশন (ইসি) গঠন করতেই সরকার বদ্ধপরিকর। এ ধরনের ইসি আমরা চাই না। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করেছে।
বিজ্ঞাপন
কিন্তু আইন প্রণয়ন না করে আবার পুরনো প্রক্রিয়ায় কমিশন গঠন করলে আমাদের ভোটের অধিকারের পথ বন্ধ হয়ে যাবে। এই আইন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। ’ গতকাল বুধবার নাগরিক সংগঠন সুজনের (সুশাসনের জন্য নাগরিক) উদ্যোগে এক সংবাদ সম্মেলন তাঁরা এসব কথা বলেন। ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আলোচনায় অংশ নেন সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, ড. শাহদীন মালিক, অধ্যাপক সিকান্দর খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।