যশোরের মণিরামপুরে চিনাটোলা বাজারে পরিত্যক্ত টায়ারের ভেতর থেকে ককটেল, দা, হকিস্টিক ও জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়। মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সদ্যঃসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে সহিংসতা দিন দিন বেড়েই চলছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। মেহেদি হাসান নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, রাত ১২টার দিকে শ্যামকুড় হাই স্কুলের সামনে থেমে থেমে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সেগুলোর বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এসব ঘটনা যারা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।