kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

ঢাকা সিএমএইচে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর অস্থিমজ্জা প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) কমান্ড্যান্টের নেতৃত্বে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারে শিশু রক্ত ও ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কর্নেল শরমিন আরা ফেরদৌসী ও তাঁর দলের  তত্ত্বাবধানে অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন হয়।  আইএসপিআর জানায়, এটি বাংলাদেশে থ্যালাসেমিয়া ও অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে বাংলাদেশে থ্যালাসেমিয়া চিকিৎসায় এক নতুন আশার দুয়ার উন্মোচিত হলো। এখন দেশেই এ রোগে আক্রান্ত শিশু প্রতিবেশী দেশের তুলনায় অর্ধেক খরচে এই চিকিৎসা গ্রহণ করতে পারবে।

গতকাল বুধবার বিষয়টি নিয়ে ঢাকা সিএমএইচে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।সাতদিনের সেরা