kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

ভর্তি পরীক্ষায় জালিয়াতি

জাবিতে সাক্ষাৎকার দিতে এসে আটক ১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার দিতে আসা মোস্তফা কামাল (১৯) নামের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ থেকে তাঁকে আটক করা হয়।

মোস্তফার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার তাড়ুটিয়া উপজেলায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জালিয়াতি করে তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

মোস্তফা জানান, মেহেদী নামের একজনের মাধ্যমে জালিয়াতি করে তাঁর দুই বন্ধু আশিক ও ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ৭৯ ও ২৪৯তম হয়েছে। তাঁদের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। মেহেদীর সঙ্গে চার লাখ টাকার বিনিময়ে তাঁকে জাবিতে চান্স পাইয়ে দেওয়ার চুক্তি হয়। পুরো টাকা তাঁকে পরিশোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে (মোস্তফা) আটক করি। সে তার অপরাধ স্বীকার করেছে।’

 সাতদিনের সেরা