করোনা মোকাবেলা এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারকে আটটি অ্যাম্বুল্যান্স এবং ১০০টি অক্সিজেন জেনারেটর অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল মঙ্গলবার ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আব্দুল বাশার খুরশিদ আলম, পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া এবং বাংলাদেশে কোইকার কান্ট্রি ডিরেক্টর ডোহ ইয়াং-আহ উপস্থিত ছিলেন। এই সহযোগিতাকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত লি জাং-কুন।
বিজ্ঞাপন