রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ওই গাড়ির মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত জবানবন্দি রেকর্ড করেন। রাজধানীর পল্টন থানার মামলায় এই জবানবন্দি রেকর্ড করা হয়।
এদিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় জবানবন্দি দেন হারুন।
বিজ্ঞাপন
গত ২৪ নভেম্বর সকালে গুলিস্তানে নাঈম হাসানকে (১৮) সিটি করপোরেশনের একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে মারা যান নাঈম।