kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

রফিকুল ইসলামের জানাজা ঢাবি কেন্দ্রীয় মসজিদে বাদ আসর

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার সদস্যরাসহ বিশিষ্টজনরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন এই গুণী অধ্যাপক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে বর্ষণ ইসলাম কালের কণ্ঠকে জানান, আজ বুধবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর বাবার মরদেহ রাখা হবে সবার শ্রদ্ধা জানানোর জন্য। এরপর বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

গত রাতে বাদ এশা বাসার কাছে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ও মহাসচিব রঞ্জন কর্মকার এক বিবৃতিতে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।সাতদিনের সেরা