ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ নভেম্বর উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এর আগেও শাওনের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ আছে। ছাত্রলীগ থেকে বেশ কয়েকবার তাঁকে বহিষ্কার করা হলেও পরে তাঁকে স্বপদে বহাল রাখা হয়।