কক্সবাজারের চকরিয়ায় গত রবিবারের ভোটে এক প্রার্থীর পক্ষে অনিয়ম করার অভিযোগে মুজিবুর রহমান (৪৫) নামের এক প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবুর উপজেলার বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ। এর আগে তাঁর বিরুদ্ধে মামলা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী।
নির্বাচনে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছিলেন মুজিবুর রহমান।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভোটগ্রহণ চলাকালে অনিয়ম করার অভিযোগে তাঁকে (মুজিবুর) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে রিটার্নিং অফিসার মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।