kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

ভোট শুরুর পরপরই নির্বাচন স্থগিত চাইলেন এমপি হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় নির্বাচন স্থগিত করার দাবি জানান সদর আসনের সংসদ সদস্য বিএনপি নেতা হারুনুর রশীদ। ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তিনি সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম। তিনিও নির্বাচন স্থগিতের আহবান জানান।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পৌর নির্বাচনের ভোট নেওয়া হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।সাতদিনের সেরা