সম্প্রতি রাজধানীর দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী ও এক সাবেক গণমাধ্যমকর্মীর মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি করপোরেশন। দিনে ময়লার গাড়ি চলা বন্ধসহ চালকদের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্থাটি। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার চালকদের জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে উত্তরের নগর ভবেন।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের মধ্যে রয়েছে ময়লার গাড়িতে ক্যামেরা বসানো। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রেডিমেট গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শীর্ষক এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।