kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

দ. আফ্রিকাফেরত ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকাফেরত সাত বাংলাদেশির বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাঁদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সাতজন প্রবাসী আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে জেলার বাঞ্ছারামপুর উপজেলার একজন, কসবার তিন, সদরের দুই এবং নবীনগর উপজেলার একজন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।সাতদিনের সেরা