সৌদি আরব সরকারের পরিবহন ও লজিস্টিকস সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেছেন। গতকাল বৃক্ষরোপণ ও ভূমি পরিদর্শন শেষে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন সৌদি আরব সরকারের শীর্ষস্থানীয় এই মন্ত্রী। এ সময় তিনি সৌদি আরব সরকার বিভিন্ন অর্থনৈতিক খাতে বিনিয়োগ করবে বলে আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সালেহ নাসের বলেন, ‘সৌদি আরব সরকার সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল।
বিজ্ঞাপন
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, অর্থনৈতিক অঞ্চল সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানসহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।