রাজধানীর গুলশান-১-এর ১০ নম্বর সড়কে প্রগ্রেস নামের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তাদের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘বিকেল ৪টার দিকে আমাদের কাছে ওই ভবনের ১০ তলায় আগুন লাগার খবর আসে।
বিজ্ঞাপন