kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

শুরা বৈঠকে ঠিক হবে হেফাজতের মহাসচিব

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর আকস্মিক মৃত্যুর পর হেফাজতের মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে কওমি অঙ্গনে জোর আলোচনা চলছে। হেফাজতের দায়িত্বশীল সূত্র জানায়, শুরা সদস্যদের পরামর্শ মতে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হবে। ঢাকায় জানাজার পর গতকাল সোমবার রাতেই হাটহাজারী মাদরাসায় জিহাদীকে দাফনের কথা। এরপর শুরা সদস্যদের বৈঠক হতে পারে।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে হেফাজতের নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) ও সহকারী মহাসচিব মাওলানা আব্দুল আওয়ালের (নারায়ণগঞ্জ) নাম আলোচনায় রয়েছে।সাতদিনের সেরা