kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

বরিশালে হানিফ বাংলাদেশি

বরিশাল অফিস   

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) ও ভোটাধিকার নিশ্চিতের দাবিতে পদযাত্রা করে গতকাল সোমবার বরিশালে পৌঁছেছেন মোহাম্মদ হানিফ। এই দাবি নিয়ে সারা দেশে পদযাত্রার উদ্দেশ্যে তিনি গত ২৪ অক্টোবর কক্সবাজারের টেকনাফ থেকে তাঁর কর্মসূচি শুরু করেন। বিভিন্ন ইস্যুতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী অবস্থান নিয়ে এই ব্যক্তি এরই মধ্যে ‘হানিফ বাংলাদেশি’ নামে পরিচিতি লাভ করেছেন।

হানিফ শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনের দাবিতে মাথায় প্রতীকী ভোট বাক্স নিয়ে ঘুরছেন।

বিজ্ঞাপন

বরিশালে এসে গতকাল তিনি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। প্রতি জেলায় গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবার স্মারকলিপি দিয়ে তাঁর দাবি জানাচ্ছেন তিনি। এরপর পটুয়াখালী জেলায় গিয়ে স্মারকলিপি দিবেন। বরিশালের আগে তিনি ভোলা জেলায় গিয়েছিলেন। তিনি মানুষের মতামত সংগ্রহ করেছেন।সাতদিনের সেরা