কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে প্যারাবনের গাছ কাটা বন্ধে অভিযান শুরু করেছেন জেলা প্রশাসনের ভূমি কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ জানান, প্যারাবনরে গাছ নিধন বন্ধ করতে গতকাল সোমবার থেকে অভিযান শুরু হয়েছে। কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা মং বলেন, ‘প্যারাবনের প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন অভিযানে নামি তখন নিধনকারীরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা ফজলুল কাদের চৌধুরী জানান, সাগরের ফুঁসে ওঠা জোয়ারের পানিতে শহরের বাঁকখালী নদীতীরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেত।