সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার কার্যক্রম গতকাল সোমবার অষ্টম দফায় শুরু হয়েছে। এ দফায় টানা তিন দিন চলবে কার্যক্রম। গতকাল তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫-র তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামের জেরা শেষ না করেই প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, এ মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুলের জেরা এখনো চলমান।
বিজ্ঞাপন
এ সময় মামলার অন্যতম আসামি ওসি প্রদীপসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় হাজির করা হয়।