kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

ওমিক্রনের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না

নিজস্ব প্রতিবেদক   

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। গতকাল সোমবার রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রনের ধরন অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থী-অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চললে ভালোভাবে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়েই পরীক্ষা নেওয়া হবে।

করোনার কারণে আট মাস আটকে থাকার পর আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।সাতদিনের সেরা