kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

টং দোকান পুনর্বহালের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি   

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটং দোকান পুনর্বহালের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টং দোকান পুনঃস্থাপনের দাবিতে গতকাল মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টং দোকান পুনরায় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন তাঁরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন, গণিত বিভাগের ওমর ফারুক ও রূপেল চাকমা এবং ইংরেজি বিভাগের মাইনুল ইসলাম রাশু।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের টং দোকানে বিভিন্ন বিভাগের ও বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা একত্রিত হতে পারেন। একজন শিক্ষার্থীকে দক্ষ নাগরিক হতে হলে বইয়ের জ্ঞানের পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান রাখতে হয়। টং দোকানগুলোর মাধ্যমে বিভিন্ন এলাকার নানা ভাষাভাষীর শিক্ষার্থীদের সঙ্গে মিশে আমরা অনেক বিষয়ে জানতে পারি। বর্তমানে টং দোকানগুলো না থাকায় তা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। সম্পর্ক তৈরি হচ্ছে না এক বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অন্য বিভাগের শিক্ষার্থীদের। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ডিপ্রেশনে যেতে খুব বেশি দিন সময় লাগবে না। এদিকে টং দোকান না থাকায় ক্যাফটেরিয়া থেকে উচ্চ দামে খাবার খেতে হচ্ছে, যা বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়। ’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, ‘একাডেমিক ভবন সিওই-এর আশপাশের টং দোকানগুলোর কারণে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্টাফ ক্যান্টিনের একপাশে শিক্ষার্থীদের বসার জায়গা তৈরি করে দিয়েছি। শিক্ষার্থীদের প্রয়োজন সাপেক্ষে সেখানে তাদের বসার জায়গা আরো বাড়ানো হবে। ’সাতদিনের সেরা