kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

রোড সেফটির প্রতিবেদন

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের ৫২% পথচারী

নিজস্ব প্রতিবেদক   

২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলতি বছর জানুয়ারি থেকে গত ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে পথচারী ৬২ জন, যা মোট মৃত্যুর ৫২.১০ শতাংশ। মোটরসাইকেলচালক ও আরোহী ৩৩ জন, যা মোট মৃত্যুর ২৭.৭৩ শতাংশ।

গতকাল রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বাধিক ৩৯টি দুর্ঘটনা ঘটেছে রাতে। এসব দুর্ঘটনায় ১৭২টি যানবাহন সম্পৃক্ত। বেশি দুর্ঘটনা ঘটেছে বাসে।

অপরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল সড়ক, সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার অভাব, রাজধানীতে অধিক পরিমাণে মোটরসাইকেল চলাচলসহ ১২টি কারণে দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে ১. অপরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল সড়ক। ২. একই সড়কে যান্ত্রিক-অযান্ত্রিক, স্বল্প ও দ্রুতগতির যানবাহন চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা। ৩. সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার অভাব ইত্যাদি।সাতদিনের সেরা