এ কে এম খলিলুর রহমান
ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এ কে এম খলিলুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৮ সালে ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবাষির্কী উপলক্ষে ঢাকা ও তাঁর গ্রামের বাড়িতে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
বিজ্ঞাপন
আব্দুল মোছাব্বির
হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বিরের তৃতীয় মৃত্যুবার্ষিক আজ। এ উপলক্ষে সন্ধ্যায় হবিগঞ্জ শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি।