আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ। গতকাল শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের প্রথম বৈঠকে উভয় পক্ষ এই অঙ্গীকার করেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং মালদ্বীপের পক্ষে দেশটির পররাষ্ট্রসচিব আব্দুল গফুর নেতৃত্ব দেন।
পররাষ্ট্রসচিব গতকাল মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিলের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালদ্বীপ বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ, বিশেষ করে চিকিৎসক ও নার্স নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া দেশটি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকট দ্রুত সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে।