ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৮৭ রোগী ভর্তি হয়েছে। এর ফলে এ বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার চার-এ। তবে এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ২৬ হাজার ৪৭৮ জন।
বিজ্ঞাপন